Site icon Jamuna Television

টি-টোয়েন্টি সিরিজও ভারতের দখলে

পঞ্চম ও শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। স্বাগতিকদের দেয়া ২২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৮৮ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।

আহমেদাবাদে রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করেন অধিনায়ক ভিরাট কোহলি। উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯৪ রান। রোহিত ৬৪ করে ফিরলেও ৮০ রানে অপরাজিত থাকেন কোহলি। শেষ দিকে সুরিয়া কুমারের ৩২ ও হার্দিক পান্ডিয়ার ৩৯ রানের ঝড়ো ইনিংসে, ২২৪ রানের পুঁজি পায় ভারত।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জেসন রয়ের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর জস বাটলার ও ডেভিড মালান ১৩০ রানের জুটি গড়েন। বাটলার ৫২ ও মালান ৬৮ রানে সাজঘরে ফেরেন। এরপর উইকেটে থিতু হতে পারেননি মরগান, বেয়ারস্টো, বেন স্টোকসরা। চার ভারতীয় পেসার ৭ উইকেট তুলে, ৩-২ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেন।

Exit mobile version