Site icon Jamuna Television

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে আইসল্যান্ডে ভূমিধসের শঙ্কা

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে আইসল্যান্ডে ভূমিধসের শঙ্কা

৮০০ বছর পর সক্রিয় হলো আইসল্যান্ডের ফ্যাগরা-ডালস-ফিয়াক আগ্নেয়গিরি। পাহাড়ি ঢাল গড়িয়ে নেমে আসছে উত্তপ্ত লাভা।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে রাজধানী ও তার আশপাশের এলাকায় ভূমিধস হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। লাল আভায় ছেয়ে গেছে পুরো এলাকা। তবে ছাই ও ধোঁয়া কম হওয়ায় বিমান চলাচল এখনও স্বাভাবিক আছে। স্ক্যান্ডিনেভীয় পার্বত্য অঞ্চলটিতে গত কয়েক সপ্তাহে প্রায় ৫০ হাজার ভূমিকম্প হয়েছে। তাই, অগ্ন্যুৎপাত হতে পারে বলে আগেই আশঙ্কা করা হয়।

এদিকে কিছুদিন আগেই আশপাশের এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। রাজধানী রিকেভিক থেকে কয়েক কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ আগ্নেয়গিরিটি।

Exit mobile version