Site icon Jamuna Television

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে বিএনপিকে পুলিশের সহযোগিতা’

'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে বিএনপিকে পুলিশের সহযোগিতা'

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীয় কর্মসূচি পালনে অনুমতির বিষয়ে পুলিশের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালামের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল কর্মসূচীর বিষয়ে অবহিত করতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে যান। এ সময় কমিশনারের পক্ষ থেকে একজন যুগ্ম কমিশনারের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

পরে বেরিয়ে সাংবাদিকদের বিএনপি নেতারা জানান, ২৩ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ বই মেলার কারণে পরিবর্তন হতে পারে। এছাড়া ২৬ মার্চসহ অন্যান্য কর্মসূচী পুলিশের নির্দেশনা মোতাবেক পালন করা হবে বলে জানান তারা।

Exit mobile version