Site icon Jamuna Television

এবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস অ্যাওয়ার্ড পেলেন অমিতাভ বচ্চন

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস অ্যাওয়ার্ড পেলেন অমিতাভ বচ্চন

হলিউডের কিংবদন্তি মার্টিন স্করসেজি ও ক্রিস্টোফার নোলানের পর এবার সম্মানজনক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস অ্যাওয়ার্ড পেলেন বলিউডের বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন।

ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিগ বি’র হাতে এ পুরস্কার তুলে দেওয়ার আগে তাকে জীবন্ত কিংবদন্তি বলে অভিহিত করেন ক্রিস্টোফার নোলান। ভারতীয় চলচ্চিত্রের ঐতিহ্যকে সংরক্ষণের জন্য অমিতাভের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হলো বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।

Exit mobile version