Site icon Jamuna Television

মোবাইল কেড়ে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় আটক ৭

মোবাইল কেড়ে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় আটক ৭

চট্টগ্রামে এক কলেজ ছাত্রকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজ ছাত্র সাফায়েত হোসেন সিফাত বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা শংকামুক্ত নয়।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানান, মোবাইল না দেয়ায় সিফাতকে ছুরিকাঘাত করে জাহিদ ও সুমন। পাহারায় ছিলো অন্তর, আশরাফুল, রাহাত ও হৃদয়। ছুরিকাঘাতে সিফাত মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার মোবাইলটি নিয়ে পালিয়ে যায়, পরে বিক্রি করে দেয় চোরাই মোবাইল ব্যবসায়ী শাহিনের কাছে।

Exit mobile version