Site icon Jamuna Television

বসিলায় জমি সংক্রান্ত বিরোধে হামলায় সিআইডি’র পরিদর্শক আহত

রাজধানীর মোহাম্মদপুর বসিলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় সিআইডি’র পরিদর্শক গাজী মিজানুর রহমানসহ (৫০) দু’জন আহত হয়েছেন। তারা ঢামেকে চিকিৎসাধীন।

আহত ওই সিআইডি কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডিতে কর্মরত রয়েছেন। বর্তমানে বসিলায় পরিবার নিয়ে থাকেন।

হামলাকারীরা তার কাছ থেকে তার ব্যবহৃত অস্ত্র (পিস্তল) ও মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় তার জায়গার কেয়ারটেকার গোলাম মোস্তফা (৪২) আহত হয়েছেন।

আহত মোস্তফা জানিয়েছেন, বসিলায় তার মালিকের চার কাঠার প্লট রয়েছে। সেখানে একটি রুমও রয়েছে। আরও একটি রুম করার জন্য কাজ চলছিল। তিনি বলেন, আমি তা দেখাশোনা করছিলাম। স্যার দুপুরে এখানে এসে কোথায় রুম হবে দেখিয়ে দেয়ার জন্য বলেন। সে সময় স্থানীয় আমিন মোমিন হাউজিং কোম্পানির সন্ত্রাসী শাহআলম, জামিলসহ ৭/৮ জন তার উপর হামলা করে। লাঠিসোটা রড দিয়ে পেটাতে থাকে।

আমি স্যার মিজানুর রহমানকে বাঁচাতে গিয়ে আহত হই। তারা আমাকেও মারধর করে লেবারদের জন্য থাকা প্রায় ২৫/৩০ হাজার টাকা, মোবাইল সব নিয়ে যায়।

Exit mobile version