Site icon Jamuna Television

বিএনপির রাজনীতি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে: নানক

ফাইল ছবি।

বিএনপিকে রাজনীতির সঠিক ধারায় ফিরে আসতে হবে। না হলে বিএনপির রাজনীতি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, উন্নয়ন অগ্রগতির মহাসড়কে বাংলাদেশ। জাতি আজ এক মহা চ্যালেঞ্জের মুখে। একদিকে উন্নয়নের পথে অন্যদিকে অপশক্তিরা ষড়যন্ত্রের তাক করে আছে। সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র থেমে নেই।

রোববার ইঞ্জিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-আইইবির আয়োজনে মুজিববর্ষের আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, শুধু বিএনপি জামাত নয় বিভিন্ন পরিচয়ে অপশক্তিরা ঘাপটি মেরে বসে আছে। নানামুখী ষড়যন্ত্র করছে। উদ্দেশ্য বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। উন্নয়ন বন্ধ করে দাবিয়ে রাখতে চায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বন্ধু দেশের নেতাদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে আন্দোলনের নামে ষড়যন্ত্র করছে এক ধরনের সুশিল নামে কতিপয় ব্যক্তিরা। মুক্তিযোদ্ধারাও পরাধীনতার শক্তির সাথে হাত মেলাতে পারে। সেকারণে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বর্তমানে একধরনের নিপীড়নের চক্রান্ত চলছে। পরাধীনতার শক্তিরাই এ ধরনের ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার পাশে অনেকেই আছেন। ঘাতক মোস্তাকদের মত কেউ নেই সেটা নিশ্চিত বলা যাবে না।

Exit mobile version