Site icon Jamuna Television

বার্সার গোলবন্যায় দুর্দান্ত মেসি

স্প্যানিশ ফুটবল লিগ লা-লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলউৎসব করেছে বার্সেলোনা। নতুন ইতিহাস গড়ার এই ম্যাচে আলো ছড়ালেন লিওনেল মেসি। দলটির হয়ে রেকর্ডের ম্যাচে করেছেন জোড়া গোল। আর এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা।

সোসিয়েদাদের মাঠে গোলবন্যার শুরু অবশ্য ৩৭ মিনিটে ফরাসি স্ট্রাইকার আঁতোয়াইন গ্রিজম্যান গোল করেন। পরের দু’টি গোলই আসে যুক্তরাষ্ট্রের তরুণ ডিফেন্ডার সার্জিনো ডেস্টের কাছ থেকে। এরপর মেসি ও ডেম্বেলে ব্যবধান ৫-০ করেন ৭১ মিনিটের মধ্যে।

সোসিয়েদাদের হয়ে ব্যারেনেটজিয়া একটি গোল শোধ দেন। শেষ সময়ে মেসি দ্বিতীয় গোল করলে বিশাল জয় পায় কাতালানরা। এই জয়ে ৬২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ থেকে ২ পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

ইউএইচ/

Exit mobile version