Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় ভারি বৃষ্টিপাত-বন্যার মধ্যেই ১৮ হাজার মানুষকে উদ্ধার

অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসে ভারি বৃষ্টিপাত-বন্যার মধ্যেই কমপক্ষে ১৮ হাজার মানুষকে উদ্ধার করা হলো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রাদেশিক রাজধানী সিডনি ও কুইন্সল্যান্ড শহর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ অতিক্রম করছে অস্ট্রেলিয়ার এই অংশ। আড়াই কোটি মানুষের বসবাস এখানে, তাদের জন্য এটা কঠিন পরীক্ষা- এমনটাও আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

দুর্যোগপূর্ণ এলাকাগুলোয় চলতি সপ্তাহের পুরোটা সময় বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলগুলো। বাড়ি থেকেই দাফতরিক কাজকর্ম সামলানোর নির্দেশনা দেয়া হয়েছে বাসিন্দাদের।

শেষবার ১৯৬১ সালে এতোটা ভয়াবহ বন্যা দেখেছে নিউ সাউথ ওয়েলস।

ইউএইচ/

Exit mobile version