Site icon Jamuna Television

ঢাকায় পৌঁছেছেন নেপালের রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ২ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী।

সোমবার সকাল ১০টার দিকে নেপালের রাষ্ট্রপতি বাংলাদেশে পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ সময় বিদ্যা দেবী ভাণ্ডারীকে ২১টি গান সেলুটসহ আনুষ্ঠানিক গার্ড অব অনার সম্মাননা জানায় সামরিক বাহিনীর চৌকস দল। বিমানবন্দর থেকে নেপালের রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এরপর বিকেল ৪টায় প্যারেড স্কয়ারের আয়োজনে যোগ দেয়ার কথা রয়েছে।

বাংলাদেশে এটাই প্রথম নেপালের কোনও রাষ্ট্রপতির আনুষ্ঠানিক সফর। এর আগে ২০১৯ সালের নভেম্বরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপাল সফর করেন।

ইউএইচ/

Exit mobile version