Site icon Jamuna Television

এবার ৬০ বছরের বেশি বয়সীরা হজে অংশ নিতে পারবেন না

করোনাভাইরাসের কারণে এ বছর শুধু ৬০ বছরের কম বয়সীরাই হজে অংশ নিতে পারবেন। রোববার রাতে এই প্রটোকল ঘোষণা করে সৌদি আরব।

অংশগ্রহণকারীরা সৌদি আরবে অবতরণের কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়া সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনাভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সাথে রাখতে হবে।

প্রটোকলে বলা হয়েছে, সৌদিতে পৌঁছানোর পর হজ যাত্রীদের ৭২ ঘণ্টা কোয়ারেনটাইনে থাকতে হবে। সেখানে আবারও তাদের পিসিআর টেস্ট করা হবে। এতে নেগেটিভ রিপোর্ট আসার পর শেষ হবে কোয়ারেনটাইন।

করোনাকালে সৌদি সরকার বাংলাদেশ থেকে কতো জনকে হজ করার অনুমতি দেবে সেটাই দেখার বিষয়। ২০২০ সালে করোনা মহামারির কারণে বিদেশিদের পবিত্র হজ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার।

ইউএইচ/

Exit mobile version