Site icon Jamuna Television

বহির্বিশ্বের আক্রমণ থেকে মিয়ানমারকে রক্ষার তাগিদ জান্তা প্রধানের

বহিঃশত্রুর আক্রমণ থেকে মিয়ানমারকে রক্ষার তাগিদ হ্লাইংয়ের

বহির্বিশ্বের আক্রমণ থেকে মিয়ানমারকে রক্ষায় সেনাবাহিনীকে কঠোর নির্দেশনা দিলেন জান্তা প্রধান মিন অং লাইং।

দেশটিতে অব্যাহত অভ্যুত্থান বিরোধী গণবিক্ষোভ। যাতে দ্বিতীয় দিনের মতো অংশ নেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাদের দাবি, অবিলম্বে সমঝোতা আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করুন। নতুবা করোনাভাইরাসের পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসা দেয়া কঠিন।

একইদিন মায়িক ও কোকো দ্বীপের সামরিক ঘাঁটি সফরে যান জান্তা প্রধান। সেখানে অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার নির্দেশ দেন সেনাবাহিনীকে। সামুদ্রিক অঞ্চলটিতে রয়েছে চীন ও ভারতের প্রভাব।

উল্লেখ্য, ফেব্রুয়ারির ১ তারিখ অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। তখন থেকে সহিংসতায় প্রাণ হারান ২৪৭ জন।

Exit mobile version