Site icon Jamuna Television

স্ত্রীর আগের পক্ষের কন্যাকে ধর্ষণ, সৎ বাবার মৃত্যুদণ্ড

রাজশাহীতে নিজ স্ত্রীর আগের পক্ষের কন্যাকে ধর্ষণের মামলায় সৎ বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আসামি নজরুল ইসলামের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়।

২০১৮ সালের ১৪ এপ্রিল রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় একা বাসায় পেয়ে সৎ মেয়েকে ধর্ষণ করে নজরুল। এ ঘটনায় ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও পরে পরবর্তীতে পড়ে গিয়ে গর্ভপাত ঘটে। ঘটনার শিকার হওয়া মেয়ের মা নারগিস বেগম নিজে বাদি হয়ে থানায় মামলা করেন। গ্রেফতারের পর আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

১১ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে এই মামলার রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডের পাশাপাশি রায়ে এক লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version