Site icon Jamuna Television

লতিফ সিকিউরিটিজ’র চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়ার ইন্তেকাল

লতিফ সিকিউরিটিস এর চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া।

লতিফ সিকিউরিটিজ’র চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া মৃত্যুবরণ করেছেন। বুধবার মালয়েশিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

আব্দুল লতিফ মিয়া বাংলাদেশ জামদানি অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এনটিভির সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফর রহমানের বাবা। আব্দুল লতিফ মিয়া মালয়েশিয়ার কেপিজে আমপাং পুতেরি বিশেষায়িত হাসপাতালে দুই মাস ধরে চিকিৎসাধীন ছিলেন।

আব্দুল লতিফ মিয়ার মরদেহ মালয়েশিয়া থেকে দ্রুততম সময়ে দেশে আনা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। মরদেহ দেশে আনার সময় নির্ধারণ হলে জানাজা, দাফনের সময় ও স্থান জানানো হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

Exit mobile version