Site icon Jamuna Television

তামিম-মিঠুনের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২৭১

তামিম ইকবালের ৭৮ রানের ইনিংসে পাওয়া ভিতে দাঁড়িয়ে মোহাম্মদ মিঠুনের ৫৭ বলে ৭৩ রানের দারুণ ইনিংসে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করার মতো স্কোর পেয়েছে বাংলাদেশ।

শুরুতে রান করার জন্য ব্যাটসম্যানদের বেশ ভুগতে হলেও তামিম টিকে ছিলেন, আর পরে মিঠুনের ইনিংসে বেশ ভালো একটা লাফ দিয়েছে বাংলাদেশ। শেষ ১০ ওভারে উঠেছে ৮৮ রান।

হ্যাগলি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা না খুলেই বিদায় নেন ওপেনার লিটন দাস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলেন অধিনায়ক তামিম ইকবাল ও সৌম্য সরকার। অবশ্য দলীয় ৮৫ রানে সান্টনারের শিকারে পরিণত হন সৌম্য। করেন ৩২ রান। তবে ওয়ানডেতে ৫০তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৭৮ রান করে থামেন অধিনায়ক। আর মুশফিক করেছেন ৩৪ রান। সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড।

বাংলাদেশ- ২৭১/৬, ৫০ ওভার (তামিম ৭৮, মিঠুন ৭৩, মুশফিক ৩৪, সৌম্য ৩১, সান্টনার ২/৫১, জেমিসন ১/৩৬, হেনরি ১/৪৮, বোল্ট ১/৪৯)

ইউএইচ/

Exit mobile version