Site icon Jamuna Television

মিঠুনের দুর্দান্ত ফিফটি

দুর্দান্ত এক ফিফটি হাঁকালেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যানের ব্যাট বেশ কিছুদিন ধরে কথা বলছিল না। এবার গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠলো।

ক্রাইস্টচার্চে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ বলে অর্ধশতক পূরণ করলেন মিঠুন। অধিনায়ক তামিমের পর মিঠুনের ফিফটিতে ভর করে লড়াকু পুঁজি গড়ার পথে রয়েছে বাংলাদেশ।

৪৪.৬ ওভারে জিমি নিশামকে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক তুলে নিলেন মিঠুন। মিঠুনের ফিফটির কিছু পর আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। ১৮ বলে ১৬ রানের ইনিংস খেলেন তিনি।

ইউএইচ/

Exit mobile version