Site icon Jamuna Television

শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেফতার আরও ২

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত মামলায় গ্রেফতার হলেন ৩৫ জন।

আলোচিত এই মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনসহ ২৯ জনকে আজ আদালতে নেয়া হয়েছে। এরমধ্যে স্বাধীনের ১০ দিনের এবং বাকি ২৮ জনের ৫ দিন করে রিমান্ড আবেদনের শুনানি হবে।

গেলো বুধবার ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে কটাক্ষ করে পোস্ট দেয়াকে কেন্দ্র করে নোয়াগাঁও গ্রামে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশ এবং এলাকাবাসীর পক্ষ থেকে আলাদা দুটি মামলা হয়েছে। দুটি মামলায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪০০ থেকে ১৫০০ জনকে আসামি করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version