Site icon Jamuna Television

ব্লকবাস্টার সিনেমাসে আসছে ‘গডজিলা বনাম কং’

আগামী ২৬শে মার্চ যমুনা ফিউচার পার্কের আধুনিক ও নান্দনিক সিনেমা হল ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাবে ‘গডজিলা বনাম কং’ সিনেমাটি।

অ্যাডাম উইংগার্ড পরিচালিত, টেরি রসিও, মাইকেল ডগের্টি এর গল্পঅবলম্বনে রচিত, সিনেমায় অভিনয় করেছেন আলেকজান্ডার স্কারসগার্ড ও রেবেকা হাল প্রমুখ।

গডজিলা বনাম কং একটি সায়েন্সফিকশন ও অ্যাকশন মুভি। বিশ্ব আলোচিত মুভিটি ২৬শে মার্চ ২০২১ তারিখে সারাবিশ্বে মুক্তি পাচ্ছে। এদিন ব্লকবাস্টার সিনেমাসেও এ মুভিটি মুক্তি পাচ্ছে।

উল্লেখ্য মানবতার ভারসাম্য রক্ষার জন্য দর্শনীয় লড়াইয়ে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী দু’টি শক্তি গডজিলা এবং কংযের সংঘর্ষ ঘটে। তাদের সংঘর্ষের মধ্যে কাহিনি আবর্তিত হতে থাকে সিনেমায়। ফিল্মটি গডজিলা ফ্র্যাঞ্চাইজির ৩য় চলচ্চিত্র এবং কিং কং ফ্র্যাঞ্চাইজির দ্বাদশ চলচ্চিত্র। এবং চলচ্চিত্রটি হলিউডের একটি স্টুডিও দ্বারা সম্পূর্ণ প্রযোজনা করা হয়েছে।

Exit mobile version