Site icon Jamuna Television

খুব আফসোস লাগছে: পাপন

ফাইল ছবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ৫ উইকেটে ম্যাচ হারায় দুঃখপ্রকাশ করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এটা খুবই আফসোসের বিষয় বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার যমুনা নিউজকে পাপন বলেন, খুব আফসোস লাগছে এভাবে ম্যাচ হারায়। জয়ের খুব কাছে চলে গিয়েছিলাম আমরা। কিন্তু কয়েকটা ক্যাচ মিস। তবে যেভাবে শেখ মেহেদি বল করলো, অসাধারণ।

পারফরমেন্স প্রসঙ্গে পাপন বলেন, তামিম ভালো ব্যাট করেছে। মিঠুনের ইনিংসটা দেখার মত ছিলো। প্রথম ম্যাচে ওভাবে হারের পর যেভাবে ওরা ফিরেছে এটা ভালো ছিলো। আমি প্রথম ম্যাচের পর সবার সাথে কথা বলেছি। সাহস দেয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ওরা পারবে। টি-২০ তে আমরা জিতবোই, দেখেন ওয়ানডেও একটা ম্যাচ জিততে চাই।

সাকিবের সাথে দেখা হলে তার সাম্প্রতিক মন্তব্যর বিষয়ে কী বলবেন এমন প্রশ্নর উত্তরে পাপন বলেন, আমার মাথায় এখন এসব একদম নেই। এসব নিয়ে পরে ভাবা যাবে। এখন শুধু সিরিজ। ক্রিকেটাররা মাঠে খেলছে ওদের পাশে থাকা আমার দায়িত্ব।

পাপন বলেন, আবার কথা বলতে হবে ওদের সাথে। তামিমের সাথে কথা বলেছি। ওর মন খুব খারাপ। তবুই বলেছি সাহস রাখতে। সিরিজ তো শেষ হয়ে যায়নি।

প্রসঙ্গত, ক্রিকেটের সেই প্রাচীন প্রবাদ- ‌’ক্যাচ মিস তো ম্যাচ মিস’‌- আরেকবার সত্যি করে নিউজিল্যান্ডের সাথে পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা। মঙ্গলবার ক্রাইস্টচার্চে মুশফিকুর রহিমদের ক্যাচ মিসের হিসেবে ১০ বল বাকি থাকতেই ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় কিউইরা।

বাংলাদেশ- ২৭১/৬, ৫০ ওভার (তামিম ৭৮, মিঠুন ৭৩, মুশফিক ৩৪, সৌম্য ৩১, সান্টনার ২/৫১, জেমিসন ১/৩৬, হেনরি ১/৪৮, বোল্ট ১/৪৯)

নিউজিল্যান্ড- ২৭৫/৫, ৪৮.২ ওভার (গাপটিল ২০ , নিকোলস ১৩, কনওয়ে ৭২, উইলি১, ল্যাথাম ১১০, নিশাম ৩০,মিচেল ১২, মেহেদি ২/৪২, মোস্তাফিজ ৬২/২)

ম্যান অফ দ্যা ম্যাচ: টম ল্যাথাম।

Exit mobile version