Site icon Jamuna Television

আবারও পপির বিয়ের গুঞ্জন

আবাও পপির বিয়ের গুঞ্জন

চিত্রনায়িকা পপির বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই। প্রায়ই শোনা যায় তার বিয়ের গুঞ্জন। সম্প্রতি আবারও একই রটনা রটেছে সিনেমাপাড়ায়।

শোনা যাচ্ছে, গোপনেই বিয়ের কাজ সেরে ফেলেছেন এ চিত্রনায়িকা। পাত্রের নাম জানা না গেলেও জানা যায় পাত্র একজন ব্যবসায়ী।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় শোবিজ থেকে দূরে ছিলেন পপি। সেই বিরতিতেই সেরেছেন বিয়ে- এমটাই মনে করছেন সবাই। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অনেক চিত্রনির্মাতারাও দাবি করছেন, গোপনে সংসার পেতেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।

Exit mobile version