Site icon Jamuna Television

বিক্ষোভের ওপর সেনাদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, রক্তাক্ত মিয়ানমার

বিক্ষোভের ওপর সেনাদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, রক্তাক্ত মিয়ানমার

মিয়ানমারে সেনাশাসন বিরোধী বিক্ষোভে পুলিশের আগ্রাসনে প্রাণ গেলো আরও ১৪ জনের। কেবল মান্দালয়েই মৃত্যু হয়েছে ৮ জনের।

দেশটিতে চলমান আন্দোলনে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ২৬১ জনে। প্রতিদিনের মতো মঙ্গলবারও বিভিন্ন শহরে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। মান্দালয়ে বিক্ষোভ দমনে এলোপাতাড়ি গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী।

সোমবারও গভীর রাত অব্দি চলে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। এদিন দেশটির সেনাপ্রধানসহ ১১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন।

Exit mobile version