Site icon Jamuna Television

করোনা থেকে সুস্থ হলেন ১০ কোটির বেশি মানুষ

করোনা থেকে সুস্থ হলেন ১০ কোটির বেশি মানুষ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৭ লাখ ৪০ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৪৬ লাখের বেশি। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ১০ কোটির বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার রাত ১১টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৪০ হাজার ৩৮০ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ কোটি ৪৬ লাখ ২ হাজার ৮৫০ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২ কোটি ১২ লাখ ৭০ হাজার ৮৪২ জন চিকিৎসাধীন এবং ৯০ হাজার ৭৭১ জন (০.৪%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১০ কোটি ৫ লাখ ৮৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Exit mobile version