Site icon Jamuna Television

করোনার টিকা নিলেন পুতিন

করোনার টিকা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তার মুখপাত্র দিমিত্রি পেসকোভ নিশ্চিত করেন এ তথ্য।

জনগণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতেই এ পদক্ষেপ বলে জানান পেসকোভ। তবে কোন টিকা নিয়েছেন তা নিশ্চিত করেনি ক্রেমলিন। এছাড়া ক্যামেরার সামনে ভ্যাকসিন নেননি রুশ প্রেসিডেন্ট। বিষয়টি পছন্দ নয় বলে আগেই জানিয়েছিলেন পুতিন।

এদিকে, প্রমাণ না থাকায় অনেকেই সন্দেহ প্রকাশ করছে তার টিকা গ্রহণ নিয়ে। এর আগে রুশ ভ্যাকসিন স্পুটনিক ফাইভের ট্রায়ালে অংশ নেন তার মেয়ে।

ইউএইচ/

Exit mobile version