Site icon Jamuna Television

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহের শেষে দু’টি স্বল্পপাল্লার মিসাইল ছুড়েছে দেশটি। বুধবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার তরফ থেকে।

দক্ষিণ কোরিয় সেনারা জানান, গেলো রোববার উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে ছোড়া হয় দু’টি ক্রুজ মিসাইল।

দুই মার্কিন কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার ব্যবহৃত মিসাইল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

এদিকে, বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। বরং পিয়ংইয়ংয়ের জন্য আলোচনার পথ উন্মুক্ত বলে জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version