Site icon Jamuna Television

করোনা: চলতি বছরে দৈনিক সর্বোচ্চ মৃত্যু দেখলো ভারত

চলতি বছরে করোনা মহামারিতে সর্বোচ্চ দৈনিক ২৭৭ জনের মৃত্যু দেখলো ভারত। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৬০ হাজারের ওপর। নতুনভাবে ৪৭ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড নাইনটিন।

জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে- মহারাষ্ট্র, কেরালা ও পাঞ্জাবে সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে ভাইরাসটির। শুধু তিন রাজ্যেই ৭৫ শতাংশের বেশি সংক্রমণ দেখা গেছে চলতি বছর। যার মাঝে, শুধু মহারাষ্ট্রেই ৬৩ শতাংশের মতো মানুষ করোনায় আক্রান্ত। মার্চ মাসেই দেশটির আরও ১০ রাজ্যে বেড়েছে দৈনিক সংক্রমণের হার।

এ পরিস্থিতিতে বিমানবন্দর-রেলওয়ে এবং বাস স্টেশনগুলোয় গণহারে করোনা পরীক্ষার কর্মসূচি হাতে নিয়েছে রাজধানী নয়াদিল্লি। এছাড়া আসন্ন ধর্মীয় উৎসব হোলি, শব-ঈ-বরাত এবং নভোরাত্রি পালনের ব্যাপারেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

ইউএইচ/

Exit mobile version