Site icon Jamuna Television

রাজধানীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, আটক ৬

রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী আব্দুর রশিদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করায় মূল অভিযুক্ত আমিনুল ইসলাম হান্নানসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নানের গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু ফেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা হান্নানের শটগানের গুলিতে নিহত হন রশিদ। হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

ইউএইচ/

Exit mobile version