Site icon Jamuna Television

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে লোটে শেরিং

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠকে বসেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।

নিজ কার্যালয়ে এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দ্বিপাক্ষিক এ বৈঠকে বসেন তারা। বৈঠকে দুই দেশের অর্থনীতি ও বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বিকেলে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে একান্ত বৈঠকের কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর। পরে তিনি যোগ দিবেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে।

ইউএইচ/

Exit mobile version