
করোনায় স্বাস্থ্যবিধি মানাতে আজও রাজধানীতে চালানো হয় সচেতনতামূলক কার্যক্রম। শাহবাগ এলাকায় এ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ।
বুধবার সকালে রাজধানীর টিএসসি চত্বরে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করে শাহবাগ থানা পুলিশ। এ সময়, সড়কে সচেতনতার পাশাপাশি চলে এ মাস্ক বিতরণ কার্যক্রম। ২১ মার্চ থেকে শুরু হওয়া পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ।
এ সময় শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ জানান, সাধারণ জনগণকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করলেও তারা যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মানছেন না। মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলেও জানান তিনি। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে ফ্রি’তে মাস্ক বিতরণ করা হয়।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply