Site icon Jamuna Television

মিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের পরিবারকে ক্রেস্ট প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের পরিবারকে ক্রেস্ট প্রদান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বুধবার সকালে মিরপুরে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন। বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। জাতি তাদের অবদান কখনোই অস্বীকার করতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইতিহাস বিকৃতির হাত থেকে প্রজন্মকে রক্ষা করতে হলে তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। আর, সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা ভরসার জায়গা।

Exit mobile version