Site icon Jamuna Television

সংক্রমণ বাড়লেও পরিকল্পনা নেই লকডাউন বা সাধারণ ছুটির: স্বাস্থ্যমন্ত্রী

সংক্রমণ বাড়লেও পরিকল্পনা নেই লকডাউন বা সাধারণ ছুটির: স্বাস্থ্যমন্ত্রী

করোনা রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, এতে সচেতন না হলে প্রতিরোধ কার্যক্রম সংকটে পড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা শনাক্তের হার ১৩ শতাংশে উঠে গেছে। পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটগুলোতে জনসমাগম, ওয়াজ মাহফিল ও বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানের কারণে বাড়ছে সংক্রমণ। তাই জনসমাগম সীমিত করার নির্দেশন দেয়া হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হবে বলেও জানান মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ঢাকা ও এর কাছাকাছি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য বেড বাড়ানো হচ্ছে। আবার চালু হবে উত্তর সিটির আইসোলেশন সেন্টার। অবশ্য সীমিত আকারে লকডাউন বা সাধারণ ছুটির কোন পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

এ সময় মন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে ২ এপ্রিলেই নেয়া হবে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা।

Exit mobile version