Site icon Jamuna Television

শ্রমিকদের মারধর: দ্বিতীয় দিনের মতো দক্ষিণাঞ্চলের ৭টি রুটে বাস চলাচল বন্ধ

শ্রমিকদের মারধর: দ্বিতীয় দিনের মতো দক্ষিণাঞ্চলের ৭টি রুটে বাস চলাচল বন্ধ

শ্রমিকদের মারধর ও গাড়ী ভাঙচুরের প্রতিবাদে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৭টি রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে ঝালকাঠির বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছোট যানবাহনে করে বাড়তি খরচে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের।

শ্রমিক নেতারা জানান, গত ২২ মার্চ রাতে বরিশাল মাহেন্দ্র মালিক সমিতির লোকজন রূপাতলী বাসস্ট্যান্ডে থাকা ঝালকাঠি মালিক সমিতির বাস ভাঙচুর করে। মারধর করে শ্রমিকদের। এর প্রতিবাদে গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন তারা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাস মালিক-শ্রমিকরা।

Exit mobile version