Site icon Jamuna Television

রাজধানীতে গ্যাস সংকট: তিতাসের দুঃখ প্রকাশ

গেলো কয়েকদিন ধরে গ্যাস সংকটে ভুগছে রাজধানীবাসী। ২১ মার্চ রাতে আমিনবাজারে রাস্তা মেরামতের কাজ করতে গিয়ে তিতাসের সিটি গেটের গ্যাসের পাইপলাইন ফুটো করে ফেলে সড়ক ও জনপদ বিভাগ। তাতে তীব্র হয় গ্যাস সংকট।

এর ফলে তাৎক্ষণিক ধানমন্ডি, মিরপুর ও মোহাম্মাদপুর এলাকায় বন্ধ হয়ে যায় গ্যাসের লাইন। পরের দিন মঙ্গলবার থেকে লাইন মেরামতের কাজ শুরু করে তিতাস গ্যাস। সেদিন রাতে অল্প অল্প গ্যাস আসা শুরু করলেও, বুধবার ২৩ মার্চে আবারও সংকটে পরে সাধারণ মানুষ।

তবে আজ বুধবার ২৪ মার্চ সেই সংকট অনেকটাই কাটিয়ে উঠেছে তিতাস গ্যাস। ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। তাদের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা শহর থেকে শুরু করে সকল এলাকায় প্রয়োজনীয় পরিমাণ ও চাপে গ্যাস সরবরাহ করতে না পারায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকদের নিকট আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে।

এই বিজ্ঞপ্তিতে তারা আরও বলেছে, আগামীকাল ( ২৫ মার্চ) দুপুর ১২ টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।

Exit mobile version