Site icon Jamuna Television

রাজধানীতে ৪৫ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীতে ৪৫ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকা থেকে ৪৫ লাখ টাকা হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার বিকেলে এশিয়া সিনেমা হলের সামনে থেকে গ্রামীণ ট্রাভেলসের একটি এসি বাস থেকে মাদক জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক মাসুদ করিমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে গাড়ি থেকে ৪২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। মাদক চোরাচালানে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, মাসুদ নিজেই চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে হেরোইন এনে রাজধানীতে বিক্রি করতো।

Exit mobile version