Site icon Jamuna Television

পাঁচ মাস পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ শনাক্ত ভারতে

দীর্ঘ পাঁচ মাস পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ শনাক্ত হলো ভারতে। ৫৩ হাজার ৪১৯ জনের শরীরে মিললো করোনাভাইরাস। প্রাণ হারিয়েছেন ২৪৯ জন।

মহারাষ্ট্রেই প্রায় ৩২ হাজার মানুষের দেহে শনাক্ত হয় প্রাণঘাতী ভাইরাসটি যা মহামারির এক বছরে রেকর্ড। বাণিজ্যিক রাজধানী- মুম্বাইয়ে দৈনিক সংক্রমণ পাঁচ হাজারের ওপর। সে কারণে, আসন্ন ধর্মীয় অনুষ্ঠান হোলির সব কর্মসূচি স্থগিত করেছে প্রশাসন। একইসাথে লোকসমাগম হয় এমন স্থানগুলোয় গণহারে কোভিড পরীক্ষা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর হুমকি, শিষ্টাচার লঙ্ঘন করলে জারি হবে লকডাউন। দেশটির পাঞ্জাব ও কেরালা রাজ্যেও ভয়াবহ দ্রুতগতিতে বিস্তার ঘটাচ্ছে করোনাভাইরাস।

শেষবার গেলো অক্টোবরে দিনে, ৫৪ হাজারের বেশি মানুষের দেহে মিলেছিলো প্রাণঘাতী ভাইরাসটি। দেশটিতে মোট সংক্রমিত এক কোটি ১৮ লাখের কাছাকাছি।

Exit mobile version