Site icon Jamuna Television

একদিনের ব্যবধাণে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

একদিনের ব্যবধাণে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

মাত্র একদিনের ব্যবধাণে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করে জাপান-দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

জাপান সাগর লক্ষ্য করে ছোঁড়া হয় মিসাইলগুলো। প্রধানমন্ত্রী ইয়োশিহিদো সুগার বক্তব্য- এ ধরণের পরীক্ষা জাপানসহ গোটা অঞ্চলের জন্য বড় হুমকি। যদিও কোন ধ্বংসাবশেষ শনাক্ত করা যায়নি সমুদ্রসীমায়।

দক্ষিণ কোরিয়ায় চিফ অব স্টাফও দুটি মিসাইল উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করে। কিন্তু এখনো জানা যায়নি সেসবের মডেল।

মঙ্গলবারই পীত সাগর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে পিয়ংইয়ং। জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর, প্রথমবারের মতো এ ধরণের আচরণ করছে দেশটি। যদিও একে উসকানিমূলক নয়- এমন আখ্যা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

Exit mobile version