Site icon Jamuna Television

অধস্তনদের চাকরি বাঁচাতে কার্ডিনালদের বেতন কর্তন পোপের

অধস্তনদের চাকরি বাঁচাতে কার্ডিনালদের বেতন কর্তন পোপের

কাঁটছাট করা হলো ভ্যাটিকানের সেইন্ট পিটার্সবার্গে কর্মরত কার্ডিনাল, যাজক, নান’সহ অন্যান্য কর্মকর্তাদের বেতন। মূলত চাকরির সুরক্ষা দিতেই পোপ ফ্রান্সিসের এ নির্দেশনা।

বুধবার জারিকৃত ডিক্রিতে বলা হয়- এপ্রিল থেকে বেতনের ১০ শতাংশ কেটে রাখা হবে। কয়েকটি বিভাগের কর্মকর্তাদের পারিশ্রমিক ৮ ভাগ কমানো হতে পারে। আবার নিম্ন বেতনভূক্ত কর্মকর্তাদের ৩ শতাংশ পর্যন্ত কেটে রাখা হবে মজুরি।

ডিক্রিতে পোপ আরও বলেন, মহামারির কারণে বহু বছর পর গির্জার বাজেটে ঘাটতি দেখা গেলো। যা প্রায় ৬ কোটি ডলারের সম-পরিমাণ। মহামারির প্রভাব এবং অর্থনৈতিক মন্দা মোকাবেলায় চাকরি কাটছাটের দিকে নজর দিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।

Exit mobile version