Site icon Jamuna Television

মোদির ঢাকা সফরের প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা

গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে আগামীকাল বিকাল তিনটায় শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র ও যুব অধিকার পরিষদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনটির আহত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় তারা। এদিন বিকেলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে বক্তারা নানা অভিযোগ করেন।

তারা বলেন, অন্যায়ভাবে তাদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাদের ৩৮ জন নেতাকর্মীকে। মোদির একজন সাম্প্রদায়িক নেতাকে স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে অতিথি করার তীব্র নিন্দা জানান তারা।

এদিকে টিএসসিতে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে ‘জেয়াফত’ অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলায় বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আবিদ হাসান রাসেলকে ব্যাপক মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাসেল এখন ঢাকা মেডিকেল হাসপাতালে। তার মোবাইল ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

Exit mobile version