Site icon Jamuna Television

নিজের একাডেমিতেই অনুশীলন করলেন সাকিব আল হাসান

মাঠের বাইরে যতই বিতর্ক থাকুক ক্রিকেটার সাকিবকে ক্রিকেট থেকে সরিয়ে রাকা বেশ কঠিন। তাইতো আমেরিকা থেকে এসেই অনুশীলনে নেমে পরেছেন মিস্টার অলরাউন্ডার। গেলকাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করলেও আজ তিনি ব্যাট ও বল হাতে নিজেক ঝালিয়ে নিয়েছেন নিজের একাডেমিতেই। প্রিয় কোচ সালাউদ্দিনের অধিনে নিজেকের প্রস্তত করেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

সাকিবের অনুশীলন নিয়ে গনমাধ্যমকে সালাউদ্দিন বলেন, এখনও ভ্রমন ক্লান্তি কাটেনি সাকিবের। তবে দ্রুতই ছন্দে ফিরছেন নির্ভার সাকিব।

মুলতো আইপিএলের জন্যই নিজেকে প্রস্তুত করছেন সাকিব। এবারের আইপিএলয়ে তার পুরনো দল কেকেআর এ খেলছেন সাকিব আল হাসান। আইপিএল খেলার জন্য ছাড় পত্রও দিয়েছে বিসিবি।

কিন্তু সম্প্রতি ফেসবুক লাইভে এসে বিসিবির অপরেসন্স কমিটির প্রধান আকরাম খান ও এইচপির প্রধান নাইমুর রহমান দুর্জয়ের ক্রিকেটীয় কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান।

Exit mobile version