Site icon Jamuna Television

রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দিল পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় আটক রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। পুলিশ জানায়, কোনো ধরনের অনুমতি না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হকের লোকজন মতিঝিল এলাকায় বিক্ষোভ করেন। মিছিলে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় রফিকুল ইসলামসহ ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। আটকের সময় বিক্ষোভকারিদের ইট পাটকেলের আঘাতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন।

Exit mobile version