Site icon Jamuna Television

মিরপুরে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকদের ওপর হামলা

রাজধানীর মিরপুরের কালশি বস্তিতে বিনামূল্যে খাবার বিতরণের সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকেলে কালশি বস্তিতে পথ শিশুদের খাবার বিতরণের সময় হামলা করা হয়। এই ঘটনায় বিদ্যানন্দের তিন জন সদস্য আহত হয়। তাদের চিকিৎসার জন্যে ঢাকা শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়।

বিদ্যানন্দের সদস্য সালমান জানান, কালশি এলাকায় ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’ এর কর্মসূচীর আওতায় তারা প্রতিদিনের মতো শিশুদের মাঝে খাবার বিতরণ করছিল। তখন চার/পাঁচজন যুবক এসে খাবার দাবি করে। তখন তাদের মাঝে কথা কাটাকাটির সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদের ভেতরে মিলনসহ আরও কয়েকজন বিদ্যানন্দের সদস্যদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তাদের কাছে থাকা মোবাইল, নগদ ৫০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।

Exit mobile version