Site icon Jamuna Television

২৫ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলো পর্তুগাল ছাত্রলীগ

পর্তুগাল প্রতিনিধি:

একাত্তরের ২৫ মার্চ কালো রাত্রিকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চেয়ে বাংলাদেশ দূতাবাস লিসবনের মাধ্যমে জাতিসংঘ বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, পর্তুগাল শাখা।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক সভাপতি জাহিদ হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহীন দর্জি সাক্ষরিত স্মারকলিপি দেয় পর্তুগাল ছাত্রলীগ।

উল্লেখ্য, স্থানীয় সরকারের কোভিড-১৯ পরিস্থিতি বিধিনিষেধের জন্য দূতাবাসের ইমেইলের মাধ্যমে পাঠানোর পর ফিরতি মেইলে দূতাবাস থেকে গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

Exit mobile version