Site icon Jamuna Television

স্বাধীনতার সেই দিনটা আজ

অঙ্কন- ক্ষুদেবন্ধু 'প্রমিতি লেখা'।

আজ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি। সারাবিশ্বে আজ সগৌরবে উচ্চারিত হয় বাংলাদেশের নাম। লাল সবুজের এই দেশ জায়গা করে নিয়েছে বিশ্ব দরবারে।

স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে লাল সবুজের বাংলাদেশ। পুরো বিশ্ব দেখছে ছোট্ট এই দেশটির এগিয়ে চলা। অর্থনৈতিক সূচকে তো বটেই, সামাজিক উন্নয়নের নিরিখেও বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত। নানা বৈরিতা মোকাবেলা করে কম নয় পঞ্চাশ বছরে অর্জন।

গেলো পঞ্চাশ বছরে অনেক আঘাত এসেছে। তবে বার বারই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এখন সুদূর প্রসারী লক্ষ্য নির্ধারণ করে গড়ে উঠছে এই দেশ। যার অন্যতম প্রধান সম্পদ এদেশের মানুষ।

বিশিষ্টজনরা বলছেন, অর্জনগুলো টেকসই করতে হবে। গেলো পঞ্চাশ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। ত্রিশ লাখ শহীদের রক্তে স্বাধীন বাংলাদেশ, পঞ্চাশ বছরে এসে স্থান করে নিয়েছে উন্নয়নশীলদের কাতারে।

Exit mobile version