
চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে একটি ভবনে বিস্ফোরক থাকতে পারে এমন সন্দেহে নির্মাণাধীন একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত আটটার পর থেকে বেতার কেন্দ্রের সামনের ওই ভবনটি ঘিরে ফেলে পুলিশ। পরে বোমা বিশেষজ্ঞদের একটি দল যায় ভেতরে। সেখানে বিপুল পরিমাণ মশাল পান তারা। পাওয়া যায় একটি ব্যাগও। ওই ব্যাগেই বিস্ফোরক থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এদিকে রাত হয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে অভিযান চালানো হয়নি। শুক্রবার সকালে ব্যাগের ভেতরে কী আছে, তা নিশ্চিত করবে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply