Site icon Jamuna Television

মাঠে নেমেই রুবেলের বাজিমাত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করছে কিউইরা। এই ম্যাচে দলে জায়গা পেয়েছে রুবেল হোসেন। বল হাতে পেয়েই নিজের কেরামতি দেখিয়েছেন এই পেসার। নিউজিল্যান্ডের সেরা দুই ব্যাটার রস টেইলর ও মার্টিন গাপটিলের উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছেন বাংলার পেস বোলাররা। টেইলর ৭ আর গাপটিল করেন ২৬।

শুরু থেকেই ওয়েলিংটনে গতির ঝড় তোলেন তাসকিন। তার গতির কাছে পরাজিত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন হ্যারি নিকলস। তবে বল হাতে ঝলক দেখাতে পারিনি টাইগারদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের রান ১৪ ওভারে ৩ উইকেটে ৭০।

Exit mobile version