Site icon Jamuna Television

জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরমধ্য দিয়েই শুরু হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিকতা। ভোরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তারাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ দাড়িয়ে থাকেন।

এ সময় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্মৃতির মিনারে। বিভিন্ন রাজনৈতিক দল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকরাও ফুল দেন জাতীয় স্মৃতিসৌধে।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। স্বাস্থ্যবিধি মেনে সকলেই শ্রদ্ধা নিবেদন করার সুযোগ পাবেন।

Exit mobile version