Site icon Jamuna Television

প্রায় ১৩০ কোটি টাকায় বিক্রি হলো ভ্যানগগের চিত্রকর্ম

প্রায় ১৩০ কোটি টাকায় বিক্রি হলো ভ্যানগগের একটি চিত্রকর্ম

প্রায় ১৩০ কোটি টাকায় বিক্রি হলো বিখ্যাত শিল্পী ভিনসেন্ট ভ্যানগগের একটি চিত্রকর্ম। বৃহস্পতিবার প্যারিসে নিলামে তোলা হয় ‘স্ট্রিট সিন ইন মন্তমার্তে’ নামের চিত্রকর্মটি।

যেখানে এক ব্যক্তি ১ কোটি ৫৪ লাখ ডলারে এটি কিনে নেন। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

প্যারিসে যাওয়ার পরের বছর, ১৮৮৭ সালে মন্টমার্টে বসে ছবিটি এঁকেছিলেন ভ্যানগগ। তবে এটি এতোদিন লোকচক্ষুর আড়ালে একটি পারিবারিক সংগ্রহশালায় ছিলো। দিনের আলোয়, একটি উইন্ডমিলের সামনে দিয়ে কয়েকজনকে হেঁটে যেতে দেখা যায় ছবিটিতে।

প্যারিসের বিখ্যাত নিলামঘর সথেবি’তে বৃহস্পতিবার ৩০টি চিত্রকর্ম বিক্রি হয়।

Exit mobile version