Site icon Jamuna Television

রাশিয়ায় ফাইটার জেট চালালেন ৯৯ বছর বয়সী এক বৃদ্ধা!

রাশিয়ায় ফাইটার জেট চালালেন ৯৯ বছর বয়সী এক বৃদ্ধা!

রাশিয়ায় ফাইটার জেট চালালেন ৯৯ বছর বয়সী এক বৃদ্ধা। তবে তা বাস্তবে নয়, ভার্চুয়ালি এই আনন্দ উপভোগ করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মারিয়া কোলতাকোভা নামের এই নারী বিমানের পাইলটকে উড্ডয়ন, অতবরণ এবং নিয়ন্ত্রণে সহায়তা করেন। মস্কোতে এই নারী পরিচিতি পেয়েছে লৌহ বৃদ্ধা নামে। কারণ ৭ বছর আগে তিনি প্যারাসুটের মাধ্যমে ঝাঁপ দিয়ে রাশিয়ার সবচেয়ে বয়স্ক রাইডার হিসেবে রেকর্ড গড়েন।

এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি নার্সিং পেশার মাধ্যমে সেবা দিয়ে গেছেন যুদ্ধে আহতদের।

Exit mobile version