Site icon Jamuna Television

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চাঁবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার।

শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে গাজীপুরে এ শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।

শ্রদ্ধা নিবেদন শেষে ড. নাছিম আখতার বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ লক্ষাধিক জনতার সামনে বাঙালি জাতিকে স্বাধীনতা, স্বাধিকার ও গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে ঐতিহাসিক ভাষণ দেন, যা বাঙালির মুক্তির সনদ হিসেবে স্বীকৃত। ওই ভাষণে তার আহ্বানে ঘরে ঘরে দুর্গ তৈরি করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে বীর বাঙালিরা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে অংশ নেন। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত স্বাধীনতা।

ইউএইচ/

Exit mobile version