Site icon Jamuna Television

সেন্টমার্টিনে ৭০ হাজার ইয়াবাসহ ৫ মিয়ানমার নাগরিক আটক

সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকার দক্ষিণ পশ্চিমে ৭০ হাজার ইয়াবাসহ ৫ মিয়ানমার নাগরিক আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকার দক্ষিণ পশ্চিম দিক হয়ে মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা পাচার হবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার সাদ মোহাম্মদ তাইম, (এক্স), বিএনভিআর (স্টেশন কমান্ডার সেন্টমার্টিন) এর নেতৃত্বে টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকার দক্ষিণ পশ্চিম দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন আনুমানিক সকাল ৭টায় কয়েকজন লোক বোট থেকে নেমে একটি বস্তা নিয়ে কেয়া বনের দিকে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামতে বলে।

পরবর্তীতে বোট থেকে ২-৩ জন লোক কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলটি ছুড়তে থাকে এবং পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা বনের ভেতর পালাতে থাকা পাচারকারীদের ধাওয়া করে একটি বস্তাসহ ৫ জন মায়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত বস্তাটি তল্লাশি করে ৭টি প্লাস্টিক পলিথিনের প্যাকেটে মোড়ানো ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক ৫ জন ইয়াবা পাচারকারী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version