Site icon Jamuna Television

বিজেপি বহিরাগত গুণ্ডা দিয়ে ভোট করাতে চাইছে: মমতা

বিজেপি বহিরাগত গুণ্ডা দিয়ে পশ্চিমবঙ্গে ভোট করাতে চাইছে। বিধানসভা নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে কেন্দ্রের ক্ষমতাসীনদের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

পশ্চিম মেদিনীপুরের যে ৯ কেন্দ্র দ্বিতীয় দফায় ভোট হবে সেখান ৩টি সভা করেছেন মমতা। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি ঠিক মতো বাংলাই বলতে পারে না, তারা কীভাবে সোনার বাংলা গড়বেন।

মমতা জানান, পশ্চিমবঙ্গে শুধু হিন্দুরাই নয়, মুসলিম, খ্রিস্টান, আদিবাসীসহ সব ধর্ম-বর্ণের মানুষকে রক্ষা করা তার দায়িত্ব। এখন নিজের নামে স্টেডিয়াম বানাচ্ছেন মোদি, কয়েকদিন পর দেশও বিক্রি করে দেবেন তিনি। সবাইকে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানান মমতা।

ইউএইচ/

Exit mobile version